News update
  • UNICEF in BD urges parents to keep children hydrated, safe     |     
  • 2 farmers die from heat stroke in Nilphamari, toll 5 so far     |     
  • Iran’s Ebrahim Raisi to open Lankan hydropower, irrig project     |     
  • Danger warning issued for Bangkok as extreme heat bites     |     
  • Severe heat wave continues in parts of Bangladesh     |     

`বিএনপির আন্দোলন দেশের অর্থনীতির বিকাশকে বাধাগ্রস্ত করছে'

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-22, 7:38am

resize-350x230x0x0-image-199983-1669058464-5e8949949145185a08c62fe3ad62d1b01669081133.jpg




প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সম্প্রতি জনসভায় বিএনপির শীর্ষ নেতা আমানউল্লাহ আমান বজ্রকণ্ঠে বলেছেন, ১০ ডিসেম্বর থেকে জিয়ার (বেগম খালেদা ও তারেক জিয়া) নির্দেশে দেশ পরিচালিত হবে। এটা একটা স্পষ্ট সংকেত যে, বিএনপি নেতৃত্বাধীন ইসলামী বিরোধী জোট সহিংস রাজপথে আন্দোলন করবে এবং সংসদ নির্বাচনে অংশ নেবে না।

সোমবার (২১ নভেম্বর) ফেসবুকে নিজের ফেরিফাইড পেজে বাংলাদেশ বিষয়ে ভারতের একটি সংবাদ মাধ্যমের নিউজ লিংকসহ দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেন কারণে চলমান বৈশ্বিক মন্দাবস্থায় কারণে যেখানে বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মুখে, তখন রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিএনপির প্রচেষ্টা বাংলাদেশের জন্য ক্ষতে লবণের মতো।

পোস্টে তিনি আরও লিখেছেন, আন্দোলন যেহেতু উৎপাদন ও বাণিজ্য বাধাগ্রস্ত করে অর্থনীতির বিকাশ বিঘ্নিত করে, সেহেতু সরকারকে ক্ষমতা থেকে ননামাতে বিএনপির প্রচেষ্টারে উল্টো ফল হতে পারে। বিএনপির এই প্রচেষ্টার কোনো গ্রহণযোগ্যতাই পাবে না সাধারণ মানুষের কাছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।