News update
  • Rain expected in CTG, Sylhet within 24 hours     |     
  • MV Abdullah leaving UAE for Bangladesh today     |     
  • Hamas, studying new Israeli truce proposal, puts out hostage video     |     
  • Son held for killing mother over marriage plea in Chandpur     |     
  • ‘Shame on you’ greet guests at White House correspondents’ dinner      |     

অনুমতি না দিলেও নয়াপল্টনেই সমাবেশ করব : গয়েশ্বর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-24, 5:49pm

resize-350x230x0x0-image-200369-1669287547-dfbc0541f36ed1fa97631c15c6694d5c1669290557.jpg




প্রশাসন অনুমতি না দিলেও আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনেই বিএনপির সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছি। সেখানেই সমাবেশ করব। তারা অনুমতি দিলেও করব, না দিলেও করব। অনুমতির অপেক্ষা আর করব না। এ দেশটা আমাদের সবার।

এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, আমরা ইতোমধ্যে সাতটি গণসমাবেশ করেছি। সব জায়গায় তারা (আওয়ামী লীগ) সংঘাত সৃষ্টির পাঁয়তারা করেছে। প্রশাসন দিয়ে, গাড়ি-লঞ্চ বন্ধ করে চেষ্টা করেছে। তারা তো কোনো পথ বাকি রাখেনি। সুতরাং, ঢাকার সমাবেশেও তারা এটা করবে স্বাভাবিক ব্যাপার।

তিনি বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেব না। আমরা সংঘাত এড়িয়ে গণসমাবেশ করব। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক, সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।