Bangladesh Muslim League discussion and doa mahfil held marking the 18th death anniversary of Kazi Kader on Monday.
দেশ কোন ব্যক্তি বা দলের নয়, জনগণের। ক্ষমতাসীন দল, দেশের মালিক জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হওয়াতেই আজ দেশে গুরুতর রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক সংকট, নির্বাচন ও মানবাধিকার নিয়ে বিশ্বের পরাশক্তি দেশগুলোর পাল্টাপাল্টি মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ জমির আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমির আলী স্মৃতি সংসদের সভাপতি ও মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও এড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ বেকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ হাসান, দলীয় সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ আব্দুস সবুর, কেন্দ্রীয় নেতা এ্যাড হাবিবুর রহমান, এ্যাড. আবু সাঈদ মোল্লা, মুসলিম ছাত্রলীগের সভাপতি নুর আলম প্রমুখ।
নেতৃবৃন্দ ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বলেন, গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে বিরোধী দলগুলো এবং জনগণের গণতান্ত্রিক দাবী মোতাবেক নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। নাহয় পরাশক্তি দেশগুলো আমাদের মানচিত্রকে তাদের খেলার মাঠে পরিণত করতে পারে, যা হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। সভা শেষে জনাব জমির আলীর স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০