News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

নয়াপল্টন থেকে বিএনপির গণমিছিল শুরু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-12-30, 4:10pm




সরকারবিরোধী সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল শুরু করেছে বিএনপি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ গণমিছিল বের করে দলটি।

মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার গিয়ে আবার নয়াপল্টনে ফিরে এসে শেষ হওয়ার কথা রয়েছে। গণমিছিল থেকেই যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য ১১টি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে দলটি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

মঞ্চ ঘিরে ছোট-ছোট মিছিল নিয়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা। আবার অনেক নেতাকর্মীকে দেখা গেছে আশপাশের গলিতে অবস্থান নিতে। এ কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিএনপির এ গণমিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব পাশে চায়না টাউনের সামনে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। আর পশ্চিম পাশে নাইটিঙ্গেল মোড়েও ব্যাপাক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।