News update
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     
  • UN HR chief wants BD provide safety to fleeing Rakhine people      |     
  • Quader dissatisfied over the plan of imposing 15% VAT on metro rail     |     
  • Gaza hospital says 20 killed in Israeli strike on Nuseirat     |     
  • Officials warned against negligence in OMS food distribution     |     

র‌্যাব নয়, নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-01-18, 2:51pm

resize-350x230x0x0-image-207853-1674031173-cf436cf00a131c966f3e0ae8360c09f81674031919.jpg




র‌্যাব নয়, নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে।মার্কিন দূতাবাসের বিবৃতিতেই তা প্রমাণিত।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।এটা নিয়ে আমরা আনন্দিত নই। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার তীব্র সমালোচনা করে ফখরুল বলেন, একই দিনে কর্মসূচি দিলে কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে। গত চার বছরে এক হাজার ২০৯টি মামলা দায়ের হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিরপরাধ ব্যক্তিদের ওপর এই আইনের অপপ্রয়োগের ফলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে। অবিলম্বে এই আইনের আওতায় বন্দিদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান তিনি।

বিরোধীদলকে দমন করতে ইসরায়েল থেকে নজরদারির প্রযুক্তি কেনা হয়েছে বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের। তথ্য সূত্র আরটিভি নিউজ।