বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির বলেছেন, যে গণতন্ত্র বিএনপি প্রতিষ্ঠা করেছিল তাকে হত্যা করা হয়েছে। তত্বাবধায়ক সরকার দিয়ে আবার গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠিত করতে হবে। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার হবে সংবিধানের আইনেই।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ১০ দফা দাবিতে পঞ্চগড়ের সদর উপজেলার হিলিপ্যাড এলাকায় জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
পদযাত্রার শুরুতে বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রীনা পারভিন প্রমুখ।
এর আগে সদর উপজেলার হিলিপ্যাড এলাকায় প্রথমে জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মিছিল নিয়ে জড়ো হয়। এরপর সেখান থেকেই পদযাত্রা শুরু হয়ে পঞ্চগড় তেঁতুলিয়া বাস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষ হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।