News update
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     
  • Loadshedding crosses 1860 MW,      |     
  • Dubai begins construction of 'world's largest' airport terminal     |     
  • Met office issues heat wave alert for next 72 hours     |     
  • Rain expected in CTG, Sylhet within 24 hours     |     

রুমিনের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাসদের আফরোজা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-06, 8:36pm

resize-350x230x0x0-image-214773-1678104673-acbfb74777987ad2ca61731f2aa309071678113412.jpg




বিএনপির রুমিন ফারহানার ছেড়ে দেওয়া সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক। তিনি জাসদের সহসভাপতি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী।

সোমবার (৬ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নেওয়ায় এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আফরোজা হক রীনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিটির (ইসি) যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

সোমবার (৬ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নেওয়ায় এবং আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আফরোজা হক রীনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিটির (ইসি) যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আফরোজা হক। ২ মার্চ বাছাইয়ে মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে সোমবার তাকে বিজয়ী ঘোষণা করেন আবদুল বাতেন। ২০ মার্চ এ আসনের উপনির্বাচনে ভোট হওয়ার কথা ছিল।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন ১ ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছেন।

শূন্য হওয়া সংরক্ষিত আসনটি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ পেলেও ক্ষমতাসীন দলের জোটের শরিককে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একাদশ সংসদে জাসদের তিনজন সদস্য রয়েছেন। সংরক্ষিত একটি আসনও তাদের হতে যাচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।