বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদের বিষয়ে সংকেত দিয়েছে আইন মন্ত্রণালয়।
রোববার (১২ মার্চ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। আগের দুটি শর্তেই তাকে মুক্তি দেওয়ার জন্য মতামত দিয়েছেন তারা।
খালেদা জিয়ার দণ্ড আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
সরকারের দেওয়া দুইটি শর্তের মধ্যে রয়েছে—তাকে ঢাকায় থেকে চিকিৎসা নিতে হবে এবং কোনো কারণে বিদেশ যেতে পারবেন না।
কিন্তু প্রতিবারেই পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।
খালেদা জিয়া দুটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি। করোনা মহামারির শুরুতে দুটি শর্ত দিয়ে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এ পর্যন্ত ছয়বার তার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। তথ্য সূত্র আরটিভি নিউজ।