বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আর আওয়ামী লীগের কোনো চক্রান্তে পা দেবে না। এবার জনগণ প্রতিরোধ গড়ে তুলে আপনাদের (আওয়ামী লীগ) সব চক্রান্তকে ব্যর্থ করে দেবে।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণ যেভাবে জেগে উঠছে আমরা বিশ্বাস করি, এ সরকারের পতন অবশ্যই হবে। আর এ পতন জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়েই হবে। এরপরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, আমাদের নেতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে, তাকে মুক্তি দিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, তাকে দেশে ফিরিয়ে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। পাশাপাশি আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যেসব মামলা দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।