News update
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     

গাজীপুর সিটিতে গণতন্ত্রের বিজয় হয়েছে : কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-05-26, 7:24pm

resize-350x230x0x0-image-224937-1685104440-24b21b084d8ea0c0872f0b89863895b11685107468.jpg




গাজীপুর সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, সেটি আবারও প্রমাণ হয়েছে। অথচ একটি মহল দিন-রাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়। তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তবে বঙ্গবন্ধুকন্যা বলেছেন সহ্য করতে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। তথ্য সূত্র আরটিভি নিউজ।