News update
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     

নিপুণ রায়ের আগাম জামিন বহাল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-05-31, 7:10pm

resize-350x230x0x0-image-225657-1685533812-6b6f9cc96b7708101ec6acefdf7296b31685538631.jpg




ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে হাইকোর্টের দেওয়া ৩ মাসের আগাম জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (৩১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে, কেরাণীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ২৯ মে নিপুণ রায়কে ৩ মাসের আগাম জামিন দেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২৬ মে কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিপুণ রায়সহ উভয় পক্ষের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে।

নিপুণ রায় অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে। তবে, আওয়ামী লীগের অভিযোগ, সমাবেশ শুরু হওয়ার পর বিএনপি নেতারা সরকারকে উৎখাতসহ বিভিন্ন উত্তেজনামূলক বক্তব্য দেন। একপর্যায়ে নিপুণ রায়ের হুকুমে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও থানা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।

এ ঘটনায় জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এসএম সুমন কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।