News update
  • Legendary Mushfiqur creates history, hitting a ton in his 100th Test     |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     

বরিশালে ওয়ার্ডভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে : ইসি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-06-06, 10:17am

image-226361-1686022887-473aeccdea149f6e644896763cdb2a8f1686025067.jpg




বরিশালে ওয়ার্ডভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

সোমবার (৫ জুন) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মতবিনিময় সভায় প্রায় ৩ হাজার প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ফলাফল ঘোষণার কারণে সময় বেশি লেগেছে। বরিশালেও ওয়ার্ডভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে। না হলে একাধিক ওয়ার্ডের ফলাফল একসঙ্গে ঘোষণা হলে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন। এজন্য একটি একটি ওয়ার্ডের ফলাফল ও সমান্তরালভাবে মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ইভিএম না থাকলে দুশ্চিন্তার কারণ ছিল। ইভিএম রয়েছে বিধায় দুশ্চিন্তা নেই। ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। নির্বাচনকালীন ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।