News update
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     

পদত্যাগের প্রশ্নে সরকারের তালবাহানা করার কোন অবকাশ নেইঃ গণতন্ত্র মঞ্চ

রাজনীতি 2023-07-07, 12:43am

leaders-of-the-platform-for-democracy-at-a-meeting-on-wednesday-9c718967c32eda76fbf7e6d1221deca61688668993.jpeg

Leaders of the Platform for Democracy at a meeting on Wednesday.



বুধবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের  মুলতবি সভা শেষে  গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে,  অবাধ,নিরপেক্ষ  ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের  পদত্যাগের প্রশ্নে  তালবাহানা করার কোন অবকাশ নেই।সংবিধানের দোহাই দিয়ে  সরকার ও সরকারি দলের অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকারও কোন সুযোগ নেই। ২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন  ভোট জ্বালিয়াতি আর একতরফা নির্বাচনী তামাশার পর এই সরকারের অধীনে আর একটি সাজানো  নীলনক্সায় জাতীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর। 

সভার প্রস্তাবে দম্ভ ও কুটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে  নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানানো হয়।

প্রস্তাবে বলা হয় সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল  সরকার ও সরকারি দলের সাথে আলোচনার সুযোগ রয়েছে। এর আগে সরকার ও সরকারি দলের কোন ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেবার কোন অবকাশ নেই।

সভার প্রস্তাবে  চলমান গণসংগ্রামকে আরও জোরদার করতে আন্দোলনরত সকল গণতান্ত্রিক শক্তি ও জনগণের প্রতি আহবান জানানো হয়। 

সভায় আনদোলনের যৌথ ঘোষণা অ গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচী নিয়েও আলোচনা করা হয়।

সভায় কাচা মরিচ,পিয়াজসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের 'ফ্রীস্টাইল ' মুল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করা হয় এবং বলা হয় সরকারের ব্যর্থতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে। 

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম,  জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। 

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের  সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দিপু সাকিব আনোয়ার , জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসিব উদ্দিন হোসেন ও ফরিদুল হক।

সভায় আগামী  ৭ জুলাই মঞ্চের পরবর্তী সভার তারিখ নির্ধারন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি