
An emergency meeting of Banladesh Muslim League was held onTuesday to discuss the 48th reorganisation day of the party
৮ আগষ্ট বুধবার ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের ৪৮তম পুনর্গঠন দিবস। ১৯৭৬সালের ৮ই আগস্ট বহুদলীয় গনতন্ত্র পুনর্বহালের পর খান-এ-সবুর বাংলাদেশে মুসলিম লীগ পুনর্গঠন করেন। এ উপলক্ষে আগামীকাল (৮ই আগস্ট) বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে বিকাল ৩.০০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশ মুসলিম লীগের ঢাকায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক জরুরী সভা আজ দলীয় কার্যালয়ে বেলা ১১.০০টায় দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, এড. আফতাব হোসেন মোল্লা, সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ কেন্দ্রীয় নেতা শেখ এ সবুর, খোন্দকার জিল্লুর রহমান প্রমুখ।
সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনার পরে, সকল বিরোধী দলের আন্দোলনে একাত্মতা ঘোষণা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত রাজনৈতিক সিদ্ধান্ত আগামীকাল (৮ই আগস্ট, ২০২৩) বিকাল ৩.০০টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
সংবাদ প্রেরক, কাজী এ.এ কাফী, অতিরিক্ত মহাসচিব, বাংলাদেশ মুসলিম লীগ