News update
  • Journalist assaulted over report on auto-rickshaw license irregularities in RCC     |     
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     

ডিজিটাল নিরাপত্তা আইনের সকল নিবর্তনমূলক ধারা বাতিল করা দরকার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রাজনীতি 2023-08-07, 11:07pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411691428065.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক বলেছেন " নতুন মোড়কে পুরানো  জিনিস " হলে  প্রস্তাবিত  'সাইবার নিরাপত্তা আইন'ও দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবেনা। তিনি বলেন আইনমন্ত্রী প্রস্তাবিত  ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে নতুন সাইবার নিরাপত্তা আইন যদি ভিন্নমত দমন, মুক্ত সাংবাদিকতায় বাধা ও নিপীড়নের হাতিয়ার হিসাবে মর্মবস্তুগতভাবে একইরকম থাকে তা কোনভাবেই মানুষ গ্রহণ করবেনা।তিনি বলেন, নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের পোশাক বদল নয়, দরকার জনগণের মত প্রকাশের স্বীকৃত গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা, অনুসন্ধিৎসু সাংবাদিকতা - গবেষণা ও ব্যক্তিগত নিরাপত্তার পরিপন্থী সকল ধারা উপধারা বাতিল করা।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করে সরকার ও সরকারি দল যেভাবে রাজনৈতিক বিরোধীদের দমন ও হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করেছে  সেই সুযোগ রেখে দিয়ে নতুন কোন প্রস্তাবনা এই আইনকে বৈধতা দেবেনা।

তিনি অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক  বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সকলকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান। 

আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় এই আহবান জানান। 

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান  মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সালাউদ্দিন আহমেদ, মীর রেজাউল আলম প্রমুখ। 

সভায় ঢাকার ডেংগু পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় সরকার ও সিটি কর্পোরেশনের চূড়ান্ত দায়িত্বহীনতার কারণে আজ ডেংগু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।তারা এই পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যগত জরুরী অবস্থা জারী করে ডেংগু মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেবার আহবান জানান।