News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

মন্ত্রীরা সিন্ডিকেটের দৌরাত্ম অস্বীকার করায় সিণ্ডিকেট আরও বেপরোয়া

বাজারের আগুনে মানুষ আজ বড়ই অসহায় - সাইফুল হক

রাজনীতি 2023-09-08, 11:25pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411694193941.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন জীবনযাত্রার ব্যয় মিটাতে মানুষ দিশেহারা  ও নাকাল।বাজারের আগুনে মানুষ আজ বড় অসহায়।এরমধ্যে জীবন টিকিয়ে রাখতে শ্রমজীবী মেহনতি মানুষের  রীতিমতো নাভিশ্বাস উঠেছে।গোটা বাজার ব্যবস্থায় রীতিমতো নৈরাজ্য চলছে।সরকারের সাথে মুনাফাখোর সিন্ডিকেটের অশুভ আঁতাত ও যোগসাজশের কারণেই বাজার পুরোপুরি নিয়ন্ত্রণহীন; বাজারে চলছে চরম স্বেচ্ছাচারীতা।উৎপাদন, সরবরাহ ও মজুদে তেমন কোন ঘাটতি না থাকলেও প্রায় প্রতিটি  খাদ্যপণ্যের লাগামহীনভাবে বেড়ে চলেছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সিন্ডিকেটের দৌরাত্ম অস্বীকার করায় এরা এখন আরও বেপরোয়া। স্বল্পআয়ের মানুষের জীবন জীবিকা নিয়ে মন্ত্রী দের কথাবার্তা কাটাঘায়ে নুনের ছিটার মত।তিনি বলেন রাজনৈতিক বিষয়ে মনোযোগ দিতে যেয়ে সরকার  মানুষের জীবন জীবিকার দিকে আর নজর দিতে পারছে না।

তিনি রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মেহনতি মানুষের বাঁচার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান। 

তিনি আজ বিকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। 

সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীরা মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান কেন্দ্রীয় নেতা গোলাম  রাজিব, ফারুক মন্ডল, তুহিন খান, আবুল কালাম, রেজাউল করিম মোহাম্মদ আমির, জুবায়ের হোসেন, শিপন আকন্দ,মোহাম্মদ শাহীন, আমির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।

 সভায় রিকশা শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগঠন জোরদার করার আহবান জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি