News update
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     

বিএনপির লাগাতার কর্মসূচির ঘোষণা আসছে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-09-15, 2:27pm

resize-350x230x0x0-image-239834-1694764246-39cbce08779005e7978f4bbbdb4e27d81694766423.jpg




 সরকার পতনে এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) লাগাতার কর্মসূচির ঘোষণা করবে বিএনপি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলন, সরকারকে আগের মতো ভোট চুরির নির্বাচন করতে দেওয়া হবে না। সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি এখন দল পরিচালনায় কোনো নির্দেশনা দেন না।

গত ১৩ সেপ্টেম্বর যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে বেগম খালেদা জিয়া একদফার আন্দোলন চালিয়ে নিতে বলেছেন। এ বিষযে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, কে কী বলেছেন জানি না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে- সেভাবেই দলের সিদ্ধান্ত হয়। চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না। তাকে নিয়ে এসব কাজ কইরেন না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

একদফার যুগপৎ আন্দোলন এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।