News update
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের বিবৃতি; ফিলিস্তিনের জনগণের সংগ্রাম জিন্দাবাদ!

রাজনীতি 2023-10-11, 12:04pm

hamas-israel-war-razes-2b7fa9dad44bd631a8e0cbe626a1252a1697004243.jpeg

Hamas-Israel war razes.



ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বিধ্বংসী হামলার প্রতি মার্কিন, ইইউসহ ইসরায়েলের সাম্রাজ্যবাদী মিত্রদের মদদ ও সরাসরি হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই!

৭৫ বছর যাবৎ ইসরায়েল অন্যায়ভাবে ফিলিস্তিনের উপর দমন-পীড়ন জারি রেখেছে। ফিলিস্তিনিদের বিভিন্ন অঞ্চল দখল, হামলা, অসংখ্য জনগণকে হত্যা করেছে এবং করছে। তার প্রতিবাদে গত শনিবার হামাসের যোদ্ধারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, নজরদারি ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে বড় রকমের হামলা করতে সমর্থ হয়েছে। শান্তি একমাত্র তখনই ফিরতে পারে যখন সম্মান, সমতা ও আত্ম-নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা হয়। সেটেলার আধিপত্যবাদী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামী জনগণের প্রতিরোধকে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন পূর্ণ সংহতি জানায়।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের যে নতুন মাত্রা দেখা যাচ্ছে তা ফিলিস্তিনের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। ইসরায়েল সাম্রাজ্যবাদী মিত্রদের প্রত্যক্ষ মদদ ও হস্তক্ষেপে নানাভাবে ফিলিস্তিনের উপর তার অত্যাচার জারি রেখেছে। ফিলিস্তিনের প্রতিরোধ দেখে যারা এখন শান্তির বাণী প্রচার করতে চাইছে তাদের স্মরণ করিয়ে দিতে চাই ফিলিস্তিনের বিপ্লবী নেতা কমরেড ঘাসান কানাফানির সেই কথা, "তলোয়ার ও গর্দানের মাঝে কোনো সংলাপ হয় না। যুদ্ধের সমাপ্তি হয় যুদ্ধের মাধ্যমেই"। 

বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ফিলিস্তিনের জনগণের এই সংগ্রামের সাথে পূর্ণ সংহতি জানায়। এই যুদ্ধ তখনই সফল যুদ্ধে রূপ নিবে যখন মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের ভিত্তিতে সর্বহারা শ্রেণির নেতৃত্বে দীর্ঘস্থায়ী গণযুদ্ধের মাধ্যমে যুদ্ধ সম্পন্ন হবে। তাই দেশ-বিদেশের শ্রমিক-কৃষক-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের আদর্শে সজ্জিত হয়ে মার্কিন, ইইউসহ সকল সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের অন্যায় যুদ্ধকে প্রতিহত করার আহ্বান জানাই। তখনই কেবল নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন মুক্ত হবে। - প্রেস বিজ্ঞপ্তি