
BML discussion and doa mahfil on the 14th death anniversary of ex-president ANM Yousif was held at the party office on Sunday, Oct 22, 2023.
ফিলিস্তিন ও বাংলাদেশ উভয় দেশের মানুষই বিশ্বের দুই প্রান্তে লড়াই করছে। ফিলিস্তিন, দখলদার ইসরায়েলীদের বিরুদ্ধে লড়ছে স্বাধীনতা ও নিজের ভূখণ্ড রক্ষার জন্য আর বাংলাদেশের জনগণ লড়ছে গণতন্ত্র আর মানবাধিকার পুনপ্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। বিশ্ব শান্তির জন্য ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান অপরিহার্য। এর জন্য দরকার মুসলিম বিশ্বের দৃঢ় ঐক্য আর ইসরায়েলের মিত্র রাষ্ট্রসমূহের সংকট সমাধানের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। আজ (২২ অক্টোবর, ২০২৩) সকাল ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের আয়োজনে দলের সাবেক সভাপতি এ্যাড. এ.এন. এম ইউসুফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদের সভাপতিত্বে দলীয় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। উপস্থিত ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, এ্যাড আফতাব হোসেন মোল্লা ও এড. হাবিবুর রহমান অতিঃ মহাসচিব কাজী এ.এ কাফী , সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, কেন্দ্রীয় নেতা এ্যাড আবু সাঈদ মোল্লা, শ্রমিক নেতা কামরুল ইসলাম, ছাত্র মুসলিম লীগ সভাপতি মোঃ নূরআলম প্রমুখ।
নেতৃবৃন্দ ইসরায়েল কর্তৃক গাজায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের শুরু থেকেই মার্কিনীদের ভূমিকা তাদেরকে মুসলিম বিশ্বে অবিশ্বস্ত করে তুলেছে। ২০০কোটি মুসলমানের নিন্দার ঝড়ের বিপরীতে দাড়িয়ে গ্রহণযোগ্য বিশ্ব পরাশক্তি হওয়া অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রকে মুসলিম জাতীর আস্থা ও বিশ্বাসের ক্ষেত্র তৈরিতে উদ্যোগ নিতে হবে। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ তাদেরকে মুসলিম বিশ্বের বিশ্বাস অর্জনে সহায়ক ভূমিকা রাখতে নিশ্চিত ভাবেই সহায়তা করবে। নাহয় বর্তমান সময়ে মার্কিনীদের বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়নে গৃহীত পদক্ষেপ দ্বিমুখী নীতি হিসাবে প্রশ্নবিদ্ধ হবে। আক্রান্ত ফিলিস্তিনবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, ফিলিস্তিনের অসহায় ভাই-বোনদের প্রতি আমাদের সমর্থন, সমবেদনা অতীতের মত সব সময়ই অটুট আছে, থাকবে। কিন্তু দেশীয় পটভূমিতে নিজেদের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ভোটের অধিকার পুনপ্রতিষ্ঠার লড়্ইা চালিয়ে যেতে হবে যা দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে অসম্ভব। সভা শেষে এ্যাড. এএনএম ইউসুফের এবং ইসরায়েলীদের হানায় বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি