News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচীতে নাশকতা সম্পর্কে সতর্ক থাকুন

দেশবাসির প্রতি গণতন্ত্র মঞ্চের আহবান

রাজনীতি 2023-11-01, 11:57pm

platform-for-democracy-87bdb6d16d09c4d7a163264cd711177a1698861472.jpeg

Platform for Democracy



বুধবার রাতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়েছে সরকার ও সরকারি দল, বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলসমূহের উপর  নিপীড়নের মাত্রা বাডানোর নতুন  ছক কষছে বলে আশংকা করা হচ্ছে। গত ২৮  অক্টোবরের মত বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচীর মধ্যে পরিকল্পিত নাশকতা ঘটানোর কথাও শোনা যাচ্ছে। বিরোধী দলসমূহের অবরোধ কর্মসূচীর মধ্যেই  এসব নাশকতা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে।এসব অপতৎপরতার লক্ষ্য হচ্ছে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকে নাশকতা হিসাবে তুলে ধরা এবং রাজনৈতিক বিরোধীদের দমনে নতুন অজুহাত তৈরি করা।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচীসমূহ এগিয়ে নিতে আন্দোলনের নেতা কর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। একইসাথে সরকার ও সরকারি দলের কোন উসকানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি