News update
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     
  • Malaysia Rolls Out Red Carpet for Prof Yunus      |     
  • 700 sued over lynching of 2 people in Rangpur     |     

৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-26, 4:49pm

resize-350x230x0x0-image-249459-1700994410-74a54fe4c7eb7a78d3a3af6347c1d1ab1700995773.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০০ আসনে প্রার্থীদের তালিকা -

পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া

পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম

ঠাকুরগাঁও-৩

দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর-৩ ইকবালুর রহিম

দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী

দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার

দিনাজপুর-৬ শিবলী সাদিক

নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার

নীলফামারী-২ আসাদুজ্জামান নূর

নীলফামারী-৩ গোলাম মোস্তফা

নীলফামারী-৪ জাকির হোসেন বাবু

লালমনিরহাট-১ মোতাহার হোসেন

লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ

লালমনিরহাট-৩ মতিয়ার রহমান

রংপুর-১ রেজাউল করিম

রংপুর-২ আহসানুল হক চৌধুরী

বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ

বরিশাল-২ তালুকদার

বরিশাল-৩ সরদার মোহাম্মদ

বরিশাল-৪ শাম্মী আহমেদ

বরিশাল-৫ জাহিদ খালেক

মাগুরা-১ সাকিব আল হাসান

ঢাকা-৪ সানজিদা খানম

ঢাকা-৫ হারুন অর রশিদ

ঢাকা-৬ সাঈদ খোকন

ঢাকা-৭ সেলিম

ঢাকা-৮ আফম বাহাউদ্দিন নাছিম

ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী

ঢাকা-১০ ফেরদৌস আহমেদ

ঢাকা-১১ ওয়াখিল উদ্দিন

ঢাকা-১২

ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক

ঢাকা-১৪ মাঈনুল হোসেন নিখিল

ঢাকা-১৫ আহমেদ মজুমদার

ঢাকা-১৬ রিয়াজ মোল্লা

ঢাকা-১৭ মোহাম্মদ আলী

ঢাকা-১৮

এর আগে, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের আগে সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

মনোনয়ন ঘোষণা হবে জেনে এদিন সকাল থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। কার্যালয়ের বাইরেও বহু নেতাকর্মী নিজেদের পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেখানে নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে নানান স্লোগান দিচ্ছেন।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।