News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

‘ভুল রাজনীতির জন্য অনেকে বিএনপি থেকে সরে গেছে’

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-02, 5:11pm

image-250183-1701500795-68b73df324db8b2f93825782e8f3b53a1701515499.jpg




বিএনপির ভুল রাজনীতির জন্য অনেক মানুষ দল থেকে সরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। বিএনপির ভুল রাজনীতির জন্য অনেক মানুষ দল থেকে সরে গেছেন। পরিণত বয়সে শাহজাহান ওমর যেমন বের হয়ে এসেছেন। ভেতরে ভেতরে অনেক মানুষ আছেন যারা বলছেন, আর জীবনেও বিএনপি করব না।

তিনি বলেন, বিএনপির ভুল নীতির জন্য দলটির নেতারাই দায়ী। বিএনপির কর্মীরা হতাশ। তারা আওয়ামী লীগের প্রতি না, তাদের নেতাদের প্রতিই হতাশ। কারণ বিএনপি নিজেরাই ভুল নীতি নিয়েছে। এজন্য আজকে নিজেরাই বিভক্ত হয়ে গেছে।

তিনি আরও বলেন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাগলিতে পা রাখায় বিএনপির আজকের এই দুরবস্থা। তাদের দলে বিভক্তি আমরা করতে যাইনি। তাদের দলের ভুল নীতি আজকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে ভারতকে জড়িয়ে যে প্রোপাগান্ডা এটা পাকিস্তানি স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। যে প্রোপাগান্ডা কখনও বাড়ে বা একটু স্তিমিত হয়। কিন্তু নির্বাচনের মতো পরিবেশ যখন আসে তখনই ভারতবিরোধী প্রোপাগান্ডা সবচেয়ে বেশি হয়। সেটা হবেই, সেটার জন্য আমরা একটুও বিচলিত বা চিন্তিত নই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের কোনো বাধা দেওয়া হচ্ছে না। প্রতিযোগিতা করে জয়ী হওয়াকে সাধুবাদ জানায় আওয়ামী লীগ। তবে বিভিন্ন স্থানে সহিংসতা বা বিশৃঙ্খলা হলে সেটা নির্বাচন কমিশন দেখবে। সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। দ্বাদশ সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে বলে আশা করছি।