News update
  • EU’s Ocean Leadership Faces Test as Treaty Clock Ticks     |     
  • OIC Condemns Ecuador’s Opening of a Diplomatic Office in Al-Quds     |     
  • No escape, death follows families in Gaza wherever they go     |     
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     

৫৩ বছরেও মানুষ বিজয়ের স্বাদ পায়নি - মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল

জালেম, শোষক ও সিন্ডিকেটের সদস্যরা মানুষের প্রতিবাদী কন্ঠ চেপে ধরেছে

রাজনীতি 2023-12-17, 11:16am

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991702790200.png

Islami Andolan logo



সকল ক্ষেত্রে অবৈধ সিন্ডিকেটের রাজত্ব ও ঘুষ-দুর্নীতির মহোৎসবে অধিকার হারা জুলুম-নির্যাতনে পিষ্ট স্বাধীন বাংলাদেশের নাগরিকরা প্রতিকার পাচ্ছেনা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির। 

আজ এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বলেছিলেন বন্ধুকের নল দেখিয়ে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যাবেনা।

তিনি বলেন, সে সময়ে বন্ধুকের নল দেখিয়ে বাঙালি জাতিকে পাক হানাদার বাহিনী দাবিয়ে রাখতে না পারলেও আজ জালেম, শোষক ও সিন্ডিকেটের সদস্যরা কালো টাকা দিয়ে ১৮ কোটি মানুষের প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করেছে। স্বাধীন বাংলাদেশের মানুষ পদে পদে জুলুম, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে। ন্যায্য অধিকার বঞ্চিত হচ্ছে। ঘুষ-দুর্নীতি ও সিন্ডিকেটের মনোরঞ্জন ছাড়া সকল ক্ষেত্রে নাগরিক জীবন অকার্যকর। 

আজ ১৫ ডিসেম্বর, শুক্রবার, বিজয়ের ৫৩ তম বার্ষিকীতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির উপরোক্ত কথা বলেন। 

শহিদুল ইসলাম কবির বলেন, দেশের হাতেগোনা কিছু রাজনৈতিক নেতা লোক দলীয় কর্মসূচি পালনে দেখানো বিজয় দিবস পালন করলেও দেশের সাধারণ মানুষ ৫৩ বছরে বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। 

তিনি বলেন, একদিকে ঘুষ দুর্নীতি যেমন নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ক্ষেত্রে বাঁধা। তেমনি সরকারি অফিসের সিংহভাগ কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতিতে ও দায়িত্বহীনতার কারণে দেশের দূতাবাস এবং ভিন্ন রাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশের অফিসিয়াল কাগজপত্র অগ্রাহ্য করে বাংলাদেশের নাগরিকদের সামনে ছিড়ে ফেলার মত দৃষ্টতা দেখিয়ে স্বাধীন দেশেকে প্রতিনিয়ত অবমাননা করে চলছে। এবিষয়ে কেউ প্রতিবাদ বা প্রুফ করার সাহস দেখাতে পারছে না।  

শহিদুল ইসলাম কবির বলেন, এমন পরিস্থিতি চলমান থাকলে দুর্নীতি দমন কমিশনের নামে সরকার বিরোধীদের দমন কমিশন হয়তো চলবে, দেশের বিজয় দিবস আর স্বাধীনতা দিবস হাজারো বছর পালন হতে থাকতে পারে, কিন্তু দেশের মানুষ জুলুম-নির্যাতন, হয়রানির থেকে মুক্তি পাবে বলে মনে হয় না। 

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, বিজয়কে অর্থবহ করতে হলে ঘুষ-দুর্নীতি, দুঃশাসন ও সকল সিন্ডিকেটের বিরুদ্ধে দেশের জনগনকে সোচ্চার প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি