News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

ভোট বর্জনের মাধ্যমে পাতানোর নির্বাচন রুখে দিতে হবে -পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2023-12-22, 1:28am

charmonai-pir-saheb-mufti-syed-muhammad-rezaul-karim-3d19ef7a831d0b687fc7e7b06375f0781701280042-be4eaacd7913e3e9e88ba21cdd5f20471703186901.jpg

Charmonai Pit Saheb.



নতুন কারিকুলামে যৌন শিক্ষা সংযুক্ত করে ছেলেমেয়েদের বিপথগামী করা হচ্ছে একতরফা পাতানো নির্বাচনে কোনভাবেই সহযোগিতা করা থেকে বিরত থাকতে দেশবাসির;প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি  বলেন,  ধোকাবাজির নির্বাচনে দেশপ্রেমিক ঈমানদার জনতা ভোটদান থেকে বিরত থাকবে। ভোট বর্জনের মাধ্যমে পাতানোর নির্বাচন রুখে দিতে হবে। সেইসাথে ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদেরকেও ভোটকেন্দ্রে যাওয়া কিংবা ভোটদান থেকে বিরত থাকতে আহ্বান জানান।

বুধবার বিকালে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংগঠনের ঢাকা বিভাগের জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচি মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ, আলহাজ্ব আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা নূরুল ইসলাম আল আমিন, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন, ডা. দেলোয়ার হোসেন।

পীর সাহেব চরমোনাই বলেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূণ্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন কারিকুলামে যৌন শিক্ষাসহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে। যাতে উঠতি বয়সি ছেলে-মেয়েরা বিপথগামী হয়ে নিশ্চিতবধ্বংসের দিকে ধাবিত হবে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সিলেবাস থেকেবপর্যায়ক্রমে বাদ দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ। এটা মুসলিম জনগোষ্ঠীর নতুন প্রজন্মকে সর্বনাশ করে ফেলবে।

নতুন কারিকুলাম ও পাঠ্যপুস্তক বাতিলের দাবি জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, শিক্ষা ইসলামী মূল্যবোধ থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষিতরা শুধু নৈতিক অবক্ষয়ের শিকার নয়, বরং তাদের চারিত্রিক স্খলনও ঘটছে। ধর্ষণ, ব্যভিচার, অশ্লীলতা ও নগ্নতায় সমাজ-জীবন দূষিত হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষিত দুশ্চরিত্রদের হাত থেকে নিরাপদ নয়। মেয়েদের উচ্চ শিক্ষা নিয়ে অভিভাবকরা আজ গভীরভাবে উদ্বিগ্ন। মানব জীবনের ও মানব চরিত্রের উৎকর্ষ সাধনে এবং ন্যায়নীতিভিত্তিক শান্তি-শৃঙ্খলাপূর্ণ আদর্শ সমাজ গঠন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। পীর সাহেব চরমোনাই একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ২২ ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান । 

বার্তাপ্রেরক - আহমদ আবদুল কাইয়ূম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক -০১৭১১৪৬২৪৩২