News update
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     

চলমান আন্দোলনেই সরকারকে উৎখাত করব : সেলিমা রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-01-20, 8:49pm

jaijidiil-363ae7a07b8d56c2b7454807fb8c50811705762146.png




‘চলমান আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে উৎখাত করা হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সরকার পতনের এক দফা আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু ন্যাশনাল ফোর্স হিসেবে সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল।

তিনি বলেন, এই সরকারের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। আমার ড্রাইভার বলেছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী খালি মিথ্যা কথা কয়। শুধু পররাষ্ট্র নয়, সব মন্ত্রীই মিথ্যা কথা বলে। এদের কোনো কথাই দেশের মানুষ বিশ্বাস করে না।

বিএনপির এই নেত্রী বলেন, ৯৫ শতাংশ মানুষ বিএনপির পক্ষে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের লড়াই জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের মুক্তির জন্য।

এ সময় টিআইবির প্রতিবেদন নিয়ে ক্ষমতাসীন দলের গাত্রদাহ হচ্ছে দাবি করে সেলিমা রহমান বলেন, টিআইবি বিএনপির বিরুদ্ধে বললে ঠিক আছে, কিন্তু সরকারের বিরুদ্ধে বললে তাদের গাত্রদাহ শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমাদের লাঠি নেই, অস্ত্র নেই। আমাদের অস্ত্র দেশের জনগণ। আমরা আমাদের এই অস্ত্র নিয়ে আন্দোলন চালিয়ে যাব। চলমান আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে উৎখাত করব। তথ্য সূত্র আরটিভি নিউজ।