News update
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     

জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে যুব প্রতিরোধ জোরদার করার আহবান

বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় সাইফুল হক

রাজনীতি 2024-03-03, 4:07pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411704392137-4e034954771db9e7d3a19f4ac5bc61531709460423.jpg

Biplane Workers Party general secretary Said up Via.



৩ মার্চ ২০২৪ -আজ সকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি  সভায়  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কর্তৃত্ববাদী শাসনে ক্ষমতাকেন্দ্রীক রাজনীতি পুরোপুরি পচে গেছে। আদর্শহীন নীতিহীন  ক্ষমতার রাজনীতি এদেশে দ্রুত সীমাহীন অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিনত হয়েছে।দেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক  ক্ষমতার অশুভ মেলবন্ধন দানবীয় শক্তিতে পরিনত হয়েছে। একারণে কেউই আর ক্ষমতা ছাড়তে চায়না।

তিনি বলেন, দেশের বিশাল যুব শক্তি এক আশাহীন - স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিনত  করা হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুব সমাজকে নৈতিক দিক থেকেও দূর্বল করে তাদেরকে নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। যুবকদের একটা অংশকে সরকার ও সরকারি দল তাদের অপরাজনৈতিক তৎপরতার সহযোগী লাঠিয়াল আর মাস্তান সন্ত্রাসীতে পরিনত করেছে।

তিনি বলেন, জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য  যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান । তিনিবলেন, ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণকারি বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দেয়া আজ দেশপ্রেমের বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।তিনি যুব আন্দোলনের সংগঠকদেরকে দেশ ও জনগণকে রক্ষার পবিত্র ব্রতে এগিয়ে আসার আহবান জানান।

সভায় জাতীয় যুব কনভেনশন এর দাবিনামা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে  দিনব্যাপী এই প্রতিনিধি  সভা অনুষ্ঠিত হয়। 

বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, অর্থনীতিবিদ দীপক কুমার কুন্ডু, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, ফাহিম আহমেফ মিনহাজ,  রতন গোস্বামী,শৈসব আহমেদ হ্রদয়,আবুল কালাম,  জামাল সিকদার, নান্টু দাস,হাফিজুল ইসলাম  রুবেল, দীপু দাস,মোহাম্মদ নাঈমউদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে বেইলি রোড়ে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি