News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

জ্বালানি পণ্যের দাম সমন্বয়ের কথা বলে মানুষকে ধোকা দেয়া হয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় সাইফুল হক

রাজনীতি 2024-03-10, 12:56pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411710053763.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



শনিবার বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয়ের নামে সরকার বাস্তবে জনগণের চোখে ধুলো দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত বেশ কিছুদিন ধরে যেহারে কমছে তাতে ডিজেল, পেট্রোল ও  অকটেনের দাম  কমপক্ষে লিটার প্রতি ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কমিয়ে আনার কথা।কিন্তু সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেপথে হাটছেনা।তিনি বলেন,সরকারের অতিরিক্ত মুনাফা করার কারণেই দাম অনেক কমিয়ে আনার সুযোগ থাকলেও তা তারা করছেনা।তিনি বলেন,দাম সমন্বয়ের কথা বলে আসলে জনগণের সাথে তারা ধোকাবাজি করছে।আর এই কারণে জনগণকে জ্বালানির ক্ষেত্রেও অসহনীয় বাডতি টাকা গুনতে হচ্ছে।

সভায় তিনি আরও বলেন, আইনজীবীসহ পেশাজীবীদের সংগঠনের নির্বাচনকেও সরকার ও সরকারি দল একে একে ধ্বংস করে চলেছে।পেশাজীবীদের সংগঠনসমূহ দখলে নিতে যেয়েও তারা প্রশাসন ও পেশীশক্তি ব্যবহার করছে।এভাবে পেশাজীবীদের সংস্থাসমুহের নির্বাচনকেও তারা নষ্ট করে দিচ্ছে।

তিনি বলেন, এই দখলদার সরকারকে বিদায়  না দেয়া পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্বশীল ব্যবস্থা নিশ্চিত করা যাবেনা।

তিনি  রোজায় মানুষকে স্বস্তি দিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমন্বিত কার্যকরি পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। 

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

পার্টির মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, কমিটির সদস্য মীর রেজাউল আলম, মোহাম্মদ সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, ওসমান আলী, জামাল সিকদার, নান্টু দাস প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি