News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

বিএসএফ ঠান্ডা মাথায় সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে চলেছে - সাইফুল হক

সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ বাংলাদেশের সাথে প্রতারণা করছে

রাজনীতি 2024-03-30, 2:46pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411711788393.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গত ২৬ মার্চ নওগাঁর পোরসা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী - বিএসএফ এর গুলিতে দুইজন বাংলাদেশী যুবককে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ঠান্ডা মাথায় ধারাবাহিকভাবে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যাকান্ডের ঘটনা ঘটছে। তিনি বলেন, মাত্র ক'দিন আগে ঢাকায় বিজিবি - বিএসএফ এর মধ্যকার বৈঠক থেকে আরও একবার সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করা হলেও  বিএসএফ সে কথা রাখেনি। বরাবরের মত এবারও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে এবং প্রতিবারের বৈঠক শেষে যেভাবে সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে এবারও তারাএখন  তাই করেছে। 

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাংলাদেশ যতই ভারতকে বন্ধু মনে করুক ভারত প্রায় প্রতিমাসে তার প্রতিদান দেয় সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে বর্বোরোচিত হত্যার মধ্য দিয়ে। তিনি বলেন, ঢাকায় আমরা যখন তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানাই তখন তারা সীমান্তে নৃশংস তৎপরতা অব্যাহত রাখে।

তিনি উল্লেখ করেন, ইজরায়েল  - ফিলিস্তিন সীমান্তের পর ভারতের সীমান্ত রক্ষীরা এই সীমান্তকে এখন সবচেয়ে ভয়ংকর ও প্রাণঘাতী করে তুলেছে। তিনি বলেন , ভারত - পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্কের পরেও যেখানে সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা নেই।

তিনি বলেন, ভারত এই পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর প্রমাণ দিতে পারেনি। সীমান্তের চার হাজার কিলোমিটার জুড়ে কাঁটাতারের  বেড়া দিয়েও তারা বাংলাদেশ বিরোধী মনোভাবের পরিচয় দিয়ে দিয়ে চলেছে।

তিনি অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নেবার আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি