News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

ইজরায়েলের সাথে সরকারের কি সম্পর্ক জাতি জানতে চায় - কাজী আবুল খায়ের

রাজনীতি 2024-04-13, 10:50pm

kazi-abul-khair-secretary-general-bangladesh-muslim-league-a24eb012e543ebb60e7871b6cde4d7061713027025.png

Kazi Abul Khair, Secretary General, Bangladesh Muslim League



কূটনৈতিক কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও ইজরাইলের দুটো বিমান ঢাকা বিমানবন্দরে কেন অবতরণ করেছে তা জাতি জানতে চায়। মানবতার চরম শত্রু, দখলদার রাষ্ট্র ইজরাইলের পতাকাবাহী বিমানের অবতরণ অতি রহস্যজনক এবং জাতীয় ও সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মন্তব্য করেছিলেন যে, ইজরায়েল রীতিমত প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে। আবার সেই ইজরায়েলের বিমান বাংলাদেশে অবতরণের অনুমতি প্রদান চরম দ্বিমুখিতা ছাড়া আর কিছুই নয়।

ইতিপূর্বেও ইজরায়েলের নিকট থেকে নজরদারী সরঞ্জাম কেনার মাধ্যমে মুসলিম বিশ্বের নিকট দেশকে বিতর্কিত করা হয়েছে। ইরান-ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি চলাকালীন সময়ে এরকম ঘটনা দেশের নিরাপত্তাকে চরম সংকটে ফেলতে পারে। পাশাপাশি এধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে মুসলিম বিশ্ব, ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশকে বিশ্বাসঘাতক উপাধিতে ভূষিত করতে পারে, যা কারো কাম্য নয়। সরকারকে অবিলম্বে জাতির কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশের সাথে ইজরায়েলের কি সম্পর্ক? গত ৭ই এপ্রিল এবং ১১ই এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশের সাথে কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও ইজরাইলের দুটি বিমানের বাংলাদেশে অবতরণের নজীর বিহীন ঘটনায় তীব্র পতিক্রিয়া জানিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ আজ এক বিবৃতির মাধ্যমে এসব কথা বলেন। - প্রেস বিজ্ঞপ্তি