News update
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     
  • Stocks extend gains as market sentiment turns brighter     |     
  • Massive fire at Gazipur factory; 500 workers evacuated     |     

পঞ্চপল্লী মন্দির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী -কাজী আবুল খায়ের

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের নেপথ্যের শক্তিকে নির্মূল করতে হবে - মুসলিম লীগ

রাজনীতি 2024-04-22, 12:37am

kazi-abul-khair2-f355c3eedfb89c2525e7fb3474dcb4dd1713724638.png

aDV. Kazi Abul Khair.



১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে, ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে, শুধুমাত্র সন্দেহের বশে দোষী সাব্যস্ত করে দুই শ্রমিক সহোদরকে অমানুষিক নির্যাতন পূর্বক পিটিয়ে হত্যা এবং একাধিক ব্যক্তিকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেতৃদ্বয় বলেন, ধর্মীয় উত্তেজনা ও উন্মাদনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য অতি রহস্যজনক এই ঘটনার সাথে বিশেষ কোন মহলের সম্পৃক্ততা ছিল কিনা তা প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশকে বিশৃঙ্খল করার উদ্দেশ্যে বিশেষ কোন মহলের দুরভিসন্ধি দেশের শান্তিকামী জনগণ যে কোন মূল্যে রুখে দেবে। নেতৃদ্বয় উচ্চ পদস্থ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মন্দিরে আগুন লাগার ঘটনা ও নিরীহ শ্রমিকদের হতাহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। এরকম সাম্প্রদায়িক ঘটনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের, নেপথ্যের শক্তিকে সমূলে উৎপাটন করা না গেলে, এ ধরনের ঘটনার ধারাবাহিকতা বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন প্রবীণ দুই রাজনীতিবিদ। - প্রেস বিজ্ঞপ্তি