News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

ভারতে সরকার দলীয় এমপি আনারের নৃশংস হত্যাকাণ্ড

দেশের অপরাধ জগতের খানিকটা প্রকাশ করে দিয়েছে- সাইফুল হক

রাজনীতি 2024-05-23, 6:01pm

img-20240523-wa0014-01-8ef0b24a29600f042686f329873e2d8b1716465690.jpeg

A meeting of the Biplabi Workers Party held at its central office on Thursdays.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কিছুলোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেবার কারণেই অধিকাংশ মানুষ গরীব। এই দূর্মূল্যের বাজারে তাদেরকে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। মুখচেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য, শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবন যাপন করতে হচ্ছে।মানুষের প্রকৃত আয় কমে গেছে ; শ্রমজীবী পরিবারের এক বড় অংশের খাদ্যগ্রহণ কমে গেছে।

তিনি এই দূর্যোগময়  পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মেহনতী পরিবারসমূহকে মাসিক নগদ অর্থ প্রদান  ও তাদেরকে রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ভারতে সরকার দলীয় সংসদ সদস্য  আনোয়ারুল আজীম আনারের নৃশংস হত্যাকান্ড  একদিকে খুব দুঃখজনক, আর অন্যদিকে এই ঘটনা  দেশের "আন্ডার ওয়াল্ড" এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের  অপরাধ জগতের  খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই  ঘটনা  দেশের আইন প্রনেতাদের একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান ও বিত্তশালীরা চোরাকারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সাথে যে যুক্ত সে সম্পর্কেও  নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে। 

তিনি এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সকল অপরাধীদের গ্রেফতার, বিচার এবং এই হত্যাকান্ডের সমগ্র বিষয় প্রকাশ করার  জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। 

আজ বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান রুবেল, রেজাউল করিম, শিপন আকন্দ,মোহাম্মদ হ্রদয়, আবদুল গাজী আমির হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ। 

সভায় আগামী ৩১ মে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন সফল করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।