News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

কবি নজরুলদের অনেক সাধনায় গড়া জাতীয় ভাবমূর্তি আজ ভূলুণ্ঠিত -মুসলিম লীগ

রাজনীতি 2024-05-27, 12:18am

discussion-meeting-and-doa-mahfil-organised-by-bangladesh-muslim-league-marking-the-125th-birth-anniversary-of-poet-kazi-nazrul-islam-007c4ccaa5f5f58640d64da80b5768681716747537.jpg

Discussion meeting and doa mahfil organised by Bangladesh Muslim League marking the 125th birth anniversary of Poet Kazi Nazrul Islam.



আমাদের যুদ্ধে, সংগ্রামে ও বিশ্বাসী জীবনাচারে কাজী নজরুল ইসলামের কবিতা-গান নিরবচ্ছিন্ন প্রেরণা ও চেতনার উৎস। ব্রিটিশ শাসিত বাংলার শোষিত ও নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর স্বাধিকার আন্দোলনে আজাদ পত্রিকা ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতই আব্বাসউদ্দিনের কণ্ঠে গাওয়া নজরুল রচিত গানগুলো বৃহত্তর জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা সহ মানসিক শক্তি যুগিয়ে তাদের কণ্ঠে সাফল্যের বীরমাল্য তুলে দিয়েছিল। একই ভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইয়াহিয়া খানের সামরিক বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে-লড়াইয়ে নজরুলের কালজয়ী দেশাত্মবোধক-বিদ্রোহী কবিতা ও গানগুলো আরেকটি নতুন পতাকা ও মানচিত্র অর্জনে জাতিকে উদ্বুদ্ধ করেছে। আমাদের জাতিসত্তা, ঐতিহ্য, গৌরব ও স্বাধিকার আন্দোলন গুলোর সাথে কাজী নজরুল ইসলাম নিবিড়ভাবে মিশে আছেন। অথচ বাংলাদেশের বেতার ও টিভি চ্যানেলগুলোতে তার জন্ম-মৃত্যুবার্ষিকী ছাড়া কবি নজরুলের কবিতা-গানগুলো আর নিয়মিত প্রচারিত হয়না। অথচ এমন অনেককে নিয়েই মাতম করা হয় যারা সম্পূর্ণভাবে আমাদের জাতীয় চেতনার সাথে সম্পর্কহীন। প্রচার মাধ্যমগুলোতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রহস্যজনক কারণে উপেক্ষিত থাকা জাতির জন্য ক্ষোভের ও বেদনার বিষয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রচার মাধ্যমগুলোর এবিষয়ে সুদৃষ্টি দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (২৫ মে, ২০২৪) বেলা তিনটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় পল্টনস্থ প্রধান কার্যালয়ে নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

প্রধান বক্তার বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, কবি নজরুলের মত মহামানবদের লাগাতার ত্যাগ-তিতিক্ষা-সাধনায় গড়ে ওঠা জাতীয় ভাবমূর্তি আজ ক্ষমতা-লোভী কিছু রাজনীতিবিদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় বিশ্ব দরবারে ভূলুণ্ঠিত হয়ে পড়েছে। গভীর সংকটে আছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র। নজরুলের বিদ্রোহী চেতনায় ঐক্যবদ্ধ জাতিই আমাদের মুক্তির আলো দেখাতে পারে। প্রবীণ এই রাজনীতিবিদ কাজী নজরুলকে জাতীয় কবি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে সরকারের নিকট জোর দাবী জানান। আর বক্তব্য রাখেন কবি মাহমুদুল হাসান নিজামী, দলীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক শেখ এ সবুর, দফতর সম্পাদক কবি খোন্দকার জিল্লুর রহমান, বিশিষ্ট কবি ছাবের আহমেদ, রাজনীতিবিদ আহছানউল্ল্যাহ শামীম, মাসুদ আলম, ইঞ্জি: হাফিজুর রহমান প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি