News update
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     
  • Israeli crimes escalate, Gaza faces catastrophic situation     |     
  • $21 trillion spent on secret doomsday bunkers for elite?     |     
  • Cyber Protection Ordinance draft approved in Advisers’ Council     |     

খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক, দোয়া চাইলেন ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-22, 7:48pm

jkhewuyriwer-1ec39743458b5ac172df856b30ad9fc71719064097.jpg




বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক-নার্স ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা আবারও বোর্ড মিটিং করবেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর বেশি কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন।

এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দিনগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৭৯ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।  আরটিভি