News update
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     

দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন-মধ্যবিত্তের অবস্থা শোচনীয়: ডা. ইরান

রাজনীতি 2024-06-22, 9:27pm

dr-766fa0a10ab85fa953f83e03b50f297a1719070046.jpeg

Dr. Mustafizur Rahman Iran addressing an Eid reunion of the party on Thursday.



দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শিক্ষিত বেকার, ছদ্মবেকার, কর্মহীন ও বংশ মর্যাদা সম্পন্ন মানুষদের চরম দুর্দিন চলছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিম্ন মধ্যবিত্ত পরিবার পরিজনরা অমানবিক নিষ্ঠুরতম যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। তারা একদিকে কারো কাছে চাইতে পারছে না, অন্যদিকে পরিবার পরিজনদের নিয়ে নিদারুণ কস্ট সহ্য করছে। সমাজের নিম্ন ও উচ্চবিত্তরা ভাল আছে। দ্রব্যমুল্যের লাগামহীন  ঊর্ধ্বগতিতে দেশের নিম্ন-মধ্যবিত্তের শ্রেণির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বাজেটের নামে গরিবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। এতে ধনী গরিবের শ্রেণি বৈষম্য আরো বাড়বে। এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দ্রব্যমুল্য আরো দফায়  দফায় বাড়বে এবং জনজীবন দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে ।

তিনি বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টি আয়োজিত ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা লেবার পার্টির আহবায়ক মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কাউখালী উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মোঃ সাকিল শেখ, জিয়ানগর উপজেলা যুগ্ম আহবায়ক ডাঃ আল আমিন, ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জাতীয়তাবাদী দেশপ্রেমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাগর পালোয়ান, উপজেলা লেবার পার্টির প্রচার সম্পাদক মাসুম ফরাজী, নির্বাহী সদস্য মিজানুর রহমান, নুরুল ইসলাম, রিয়াদ মাহমুদ প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি