News update
  • Ananda Shobhajatra Marks Pahela Baishakh at DU     |     
  • Nuclear fusion record brings dream of clean energy closer     |     
  • Pahela Baishakh being celebrated amid Festivities     |     
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     

‘এখনও অপারেশন পরবর্তী ঝুঁকিতে খালেদা জিয়া’

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-27, 1:27pm

ertwerq-0804fd6f2f742849629a1e0fc76790f21719473244.jpg




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও অপারেশন পরবর্তী ঝুঁকি থেকে এখনও মুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ তথ্য জানান।

আব্দুস সাত্তার জানান, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে অপারেশন পরবর্তী ঝুঁকি থেকে এখনও তিনি মুক্ত নন। সেই কারণে এখনও চিকিৎসকদের বাইরে অন্য কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা খুব বেশি ভালো নয়। উনাকে কেবিনে রেখে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ম্যাডাম এমনিতে খাবার কম খান। এখন শুধু উনাকে তরল স্যুপ ও জাউ জাতীয় খাবার দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, বর্তমানে খালেদা জিয়া কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যালোচনা করছেন চিকিৎসকরা। এর প্রেক্ষিতে ওষুধের পরিবর্তন আনা হচ্ছে। এখনও তিনি ভারী খাবার খেতে পারেন না। তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে তাকে।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। উনার শারীরিক অবস্থা আগের চাইতে উন্নতি কিংবা অবনতি হয়নি। আগের মতোই আছেন তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে ভর্তি করা হয়। এরপর ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। আরটিভি