News update
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     

দেশ রক্ষায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে -পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-06-29, 11:12pm

iab-amir-and-pir-shaheb-of-charmonai-mufti-syed-muhammad-rezaulm-karim-addressing-a-student-rally-at-patiya-chattogram-on-saturday-81d54125abacc1fa6e1b7bc766d162091719681171.jpg

IAB Amir and Pir Shaheb of Charmonai, Mufti Syed Muhammad Rezaulm Karim addressing a student rally at Patiya Chattogram on Saturday.



ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সদ্য ভারতের সাথে ১০টি করেছেন বর্তশান সরকার, এই চুক্তিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর নয় বলে ইতোমধ্যে বিরোধী দলগুলো জাতির সামনে তুলে ধরে বক্তব্য দিয়েছে। সরকারের দেশবিরোধী, ইসলামবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ছাত্রসমাজকে জেগে উঠতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ পরিকল্পনা নিয়ে সমালোচনা করে পীর সাহেব বলেন, শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যে কোন ত্যাগ ও কুরবানীল জন্য ছাত্র সমাজকে প্রস্তুত থাকতে হবে। পীর সাহেব বলেন, জাতি ও মানবতার কল্যাণে মানবতার মহানবী সা. এর পরিগ্রহ সোনালী সামাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে সকলকে ফিরে আসতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব শাখার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নবীন ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। শাখা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে নবীন ছাত্র সমাবেশে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা বেলাল নূর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলাম, শরিফুল আলম চৌধুরীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন এবং সাবেক দায়িত্বশীলবৃন্দ উপস্থিত  থেকে বক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, দেশ ও দেশের স্বাধীনতা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। বর্তমান সরকার দেশের ন্যুনতম স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে উঠছে। দেশপ্রেমিক কোন সরকার এভাবে দেশের স্বার্থ বাদ দিয়ে একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করতে পারে না। তিনি বলেন, দেশপ্রেমিক ঈমানদার জনতাকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যে কোন সময়, যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি