News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

কোটা সংস্কারের ন্যায্য দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিন

হাইকোর্টের রায়ের পর আর ছাত্রদের হাইকোর্ট দেখানোর সুযোগ নেই - সাইফুল হক

রাজনীতি 2024-07-13, 5:46pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411720363733-ea6a4419a5d68c95fb514089b3da1c9d1720871172.jpg

Saiful Huq, GS, Biplabi Workers



কোটা বিরোধী  আন্দোলন দমনে নিপীড়নের চিন্তা পরিস্থিতিকে কেবল জটিল করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হুমকি ও বল প্রয়োগের কোশল পরিহার করে কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে সংস্কারের বাস্তব  কাজে হাত দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন দমন নিপীড়নের পথ কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

তিনি বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। তাদের বিরুদ্ধে ফরমায়েশী হয়রানিমূলক  মামলা দিয়ে পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তোলা হচ্ছে।

তিনি বলেন, ২০১৮ সালে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কোটা ব্যবস্থা বাতিল হবার পর বুদ্ধি করে ছাত্রদেরকে আবার কোর্টের মুখোমুখি করা হয়েছে।কিন্তু হাইকোর্ট গত ১১ জুলাই  আবার তাদের আংশিক রায়ে সরকারকেই দেখিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে সরকার চাইলে কোটা ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।তিনি বলেন, হাইকোর্টের এই রায়ের পর এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে  নির্বাহী বিভাগের আর কোন অজুহাতের অবকাশ নেই।

তিনি বলেন, চাকুরীতে কোটা সংস্কারের বিষয়টি প্রধানত  একটি রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়; কোর্টে মামলা মোকদ্দমার বিষয় নয়।  আর যুক্তিযুক্ত সংস্কারের প্রশ্নে যেহেতু  দলমত নির্বিশেষে এক ধরনের ঐক্যমত রয়েছে সেহেতু  এই ব্যাপারে সরকারের তালবাহানা করার কোন সুযোগ নেই। 

তিনি সরকারকে জেদ,দম্ভ ও অহমিকা পরিহার করে সংকট সমাধানে দ্রুত  কার্যকরি পদক্ষেপ নেবার দাবি জানান। 

তিনি গতকাল  চট্টগ্রাম ও কুমিল্লায় কোটা বিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলা ও ছাত্রদের আহত করার ঘটনার তীব্র নিন্দা জানান।

আজ সকালে  সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠকদের সাথে মতবিনিময় সভায়  তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় অংশ নেন বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর  চৌধুরী, সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম-সচিব স্বাধীন মিয়া, আহবায়ক কমিটির সদস্য  রতন গোস্মামী, দীপু দাস, আবুল কালাম, শিবু কুমার মোহান্ত, শিহাবুল হক প্রমুখ। 

মতবিনিময় সভায় যুব আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। 

সভায় আগামী ২ আগস্ট ২০২৪ যুব জাগরণের লক্ষ্যে যুব সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। -   প্রেস বিজ্ঞপ্তি