News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

ছাত্রলীগ-পুলিশ মিলে ছাত্রদের হত্যা করেছে: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-07-17, 8:23am

kaskdjasj-9d35b591d1badb2e591507d7efb9cace1721183028.jpg




ছাত্রলীগ ও পুলিশ ঠান্ডা মাথায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭ ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছিল, আজ আওয়ামী লীগ তা করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ ও হতাহত ইস্যুতে গুলশানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে ফখরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনাতে হবে এবং হত্যার দায় সরকারকেই নিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, এ আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থীদের। তবু ছাত্রদের রক্ষায় বিএনপি জোরালো আন্দোলন গড়ে তুলবে।

কোটা সংস্কারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ছাত্রদের আন্দোলন দমাতেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এ আন্দোলন দমানো যাবে না। আরটিভি