সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসকে প্রধানমন্ত্রী করে কেবিনেট গঠন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা পাগলের প্রলাপ।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে কাদের বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি দেখলেই বোঝা যায়, তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। বিএনপি-জামায়াত সব সময় গাঁটছড়া বেঁধে পথ চলেছে। যে কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করাটাকে দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল একে অগণতান্ত্রিক বলাটাই স্বাভাবিক।
শিক্ষার্থীদের মূল দাবি সুরাহা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এরপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে।’
পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা উল্লেখ করে কাদের বলেন, ‘প্রধান দাবি যেহেতু মানা হয়েছে, সেহেতু শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন, সেটাই আমাদের বিশ্বাস। তারা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা কেউ চায় না।’
কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীলদের খেয়াল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘সরকার এরই মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। জাতিসংঘ তদন্তের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আমরাও তাদের স্বাগত জানিয়েছি। কে অপরাধী, কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর।’ তথ্য সূত্র সময় সংবাদ।