News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

এড. মহসীন রশিদ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

রাজনীতি 2024-08-11, 11:49pm

adv-mohsin-rashid-has-been-made-acting-president-of-bangladesh-muslim-league-6ff4083871df8a9b0a01ecd49111a7851723398575.jpg

Adv Mohsin Rashid has been made acting president of Bangladesh Muslim League.



বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা সুজা শারীরিক অসুস্থতার কারণে গত ২৪ জুলাই, ২০২৪ ইং তারিখে দলের সভাপতি পদ থেকে অব্যাহতি চান। এবিষয়ে আলোচনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ (১১আগস্ট,২০২৪) বাংলাদেশ মুসলিম লীগের জাতীয় নির্বাহী কমিটির এক জরুরী সভা দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১.০০টায় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জনাব বদরুদ্দোজা সুজার পদত্যাগ পত্র গৃহীত হয়। অতপর নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের প্রস্তাব মতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী এডভোকেট মহসীন রশিদকে সর্বসম্মতিক্রমে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মনোনীত করা হয়। সভায় অংশগ্রহণ করেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, ওয়ার্কিং কমিটির সদস্য শেখ এ সবুর, মাহবুবুর রহমান ভূঁইয়া, শেখ মোঃ আবু জাফর, খোন্দকার জিল্লুর রহমান, খন্দকার জিয়াউদ্দিন, মোহাম্মদ নূর আলম, তাজুল ইসলাম তাজু, আব্দুল আলিম প্রমুখ। রাজনৈতিক অস্থিরতার জন্য উপস্থিত হতে না পারায়, বিভিন্ন জেলা থেকে সদস্যরা সভায় গৃহীত সিদ্ধান্তবলীর সাথে ভার্চুয়ালি একমত পোষণ করেন।

সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যে সকল কুচক্রী মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি