Adv Mohsen Rashid Acting President BML
আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবে অংশগ্রহণ করা আহত ছাত্রদের হাতে পপুলার হাসপাতালের মত কিছু মুনাফা লোভী হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ লক্ষ-লক্ষ টাকা চিকিৎসা বিল ধরিয়ে দিচ্ছে এবং অর্থ পরিশোধে অক্ষম ছাত্রদের হাসপাতাল থেকে মুক্তির ছাড়পত্র মিলছে না। বাংলাদেশ মুসলিম লীগ এরকম অর্থপিপাসু হাসপাতাল-ক্লিনিক কর্তৃপক্ষ ও মালিকদের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। জাতির ক্রান্তি-লগ্নে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার লেলিয়ে দেয়া দোসরদের মুহুর্মুহু গুলির বিপরীতে বুক আগলে দাড়িয়ে যারা জাতিকে নতুন করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে, তাদের পাশে নিঃস্বার্থভাবে সামান্য চিকিৎসা সেবা নিয়ে দাড়াতে ব্যর্থ এরকম ব্যবসায়ী হাসপাতাল-ক্লিনিকগুলো অমানবিকতার উদাহরণ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।
ছাত্র বিপ্লবে আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করার যে ঘোষণা দিয়েছিল তা স্মরণ করিয়ে দিয়ে নেতৃদ্বয় বলেন, সরকারের উচিত প্রাইভেট হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যয়ের দায়িত্ব গ্রহণ করা। ইতিমধ্যে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সরকারী-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকসহ সকল চিকিৎসা সেবা-কেন্দ্র থেকে বাড়ী ফেরার ক্ষেত্রে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা প্রদানের জন্য সরকারের নিকট জোরালো দাবী জানান নেতৃবৃন্দ। বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মোহসেন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন। - প্রেস বিজ্ঞপ্তি