News update
  • Nations finalize historic pandemic deal after 3 yrs of talks     |     
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

কলাপাড়ায় আওয়ামীলীগ অফিসে ফের হামলা-ভাঙচুর

রাজনীতি 2024-08-15, 12:25am

kalapara-awami-league-office-vandalised-again-on-wednesday-8ed355d96f3581bca77c37a7d4c44a361723659910.jpg

Kalapara Awami League office vandalised again on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কুমার পট্টি এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রাথমিক ভাবে  লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে আওয়ামীলীগ সূত্র। ১৫ আগষ্ট পালন থেকে নেতা- কর্মীদের বিরত রাখার জন্য আতংক ছড়িয়ে দিতে এ হামলা, ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ের তালা ভেঙে দোতলায় উঠে আসবাবপত্র, আলমিরা ও দু'টি এসি ভেঙে ফেলা হয়েছে। এসময় দপ্তরের কাগজ পত্র তছনছ করা হয়। এর আগে ৫ আগষ্ট বিকেলে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা।'

মোতালেব তালুকদার আরও বলেন, 'হামলার পর উল্টো  আমি সহ দলীয় নেতা, কর্মীদের নামে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।' 

এদিকে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন গাজীকে আজ সকালে আওয়ামীলীগ অফিসের সামনে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে সুমন গাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আওয়ামীলীগ অফিসে হামলার বিষয়ে তার জানা নেই।'

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, 'আওয়ামীলীগ অফিসে হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে কোনো অভিযোগ পান নি।' - গোফরান পলাশ