News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পণের আহ্বান ফখরুলের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-15, 9:09pm

34f09756e49f66483ab16b70af79bae5807aac0ba21e2fe3-bcb7b6baa2a3074cb2f3c90f076f58071723734547.jpg




আওয়ামী লীগ ভারতের সাহায্যে আবারও দেশে ঢুকতে চায় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই ঝামেলা ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে ফখরুল এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবে বিএনপির ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থায়ী কমিটির নেতাদেরও ছাড় দেয়া হয়নি। এখন আর ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই টিকতে পারবে না।’

ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানানোর বিষয়ে ফখরুল বলেন, ‘৩২-এ ফুল দেবেন কোনো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা আপনাদের আর দেখতে চায় না। ওই ছবি আর দেখতে চায় না।’

সারা দেশে আওয়ামী লীগের ক্ষুদে হাসিনা তৈরি হয়েছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহ তাদের বিচার করছেন। অন্তর্বর্তী সরকার দেশকে একটি জায়গায় নিয়ে এসে নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দেবে। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই।’

তারেক রহমানকে হেলমেট পরিয়ে আদালতে নেয়া হয়েছিল মন্তব্য করে ফখরুল বলেন, ‘আল্লাহ তাদেরও একই অবস্থা তৈরি করেছে।’

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যত হত্যা আর নির্যাতন করেছেন, তা আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।

নেতাকর্মীদের দলের সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।’ সময় সংবাদ।