News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যই সমাধান -এড. মহসীন রশিদ

রাজনীতি 2024-08-19, 1:06am

acting-president-of-bangladesh-muslim-league-advocate-mohsin-rashid-addressing-a-discussion-meeting-of-the-party-on-national-unity-to-face-hegemonism-on-monday-c49d84b8a1af5a0bd4542a15798ace571724008005.jpg

Acting president of Bangladesh Muslim League Advocate Mohsin Rashid addressing a discussion meeting of the Party on national unity to face hegemonism on Monday



পতিত স্বৈরাচার শেখ হাসিনা সমস্ত অপশক্তি নিয়ে, তার আশ্রয়-প্রশ্রয়দানকারী আগ্রাসনবাদী ভারতসহ দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। দেশ এক ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে পার হচ্ছে। এরকম সময়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইস্পাত কঠিন জাতীয় ঐক্যই বর্তমান দুঃসময় মোকাবেলা করে পতিত ফ্যাসিস্ট ও আগ্রাসনবাদীদের মোকাবেলা করতে পারে, সমুন্নত রাখতে পারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

আজ (১৭ আগস্ট, ২০২৪) বিকাল ৩টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে “আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট মহসীন রশিদ উপরোক্ত মন্তব্য করেন।

আরও বক্তব্য রাখেন, দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী, কেন্দ্রীয় নেতা আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, শেখ এ সবুর, খোন্দকার জিল্লুর রহমান, এড. আবু সাইদ মোল্লা, ইঞ্জি. ওসমান গনী, মাহবুবুর রহমান ভূঁইয়া, মোঃ শাহআলম, মাওলানা আব্দুল কুদ্দুছ মোল্লা প্রমুখ। নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এর পূর্ণাঙ্গ ম্যাজিক দেখার জন্য জনগণকে আরও কিছু সময় ধৈর্য ধারণ করার আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি