News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

গণতন্ত্র বাধাগ্রস্ত করতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া অফিসে হামলা চালানো হয়েছে: মুসলিম লীগ

রাজনীতি 2024-08-20, 11:53am

adv-mohsen-rashid-acting-president-bml-ff8a2e0e9989321d2fe2a205e65f0cd11724133204.jpg

Adv Mohsen Rashid Acting President BML



গতকাল কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক ইস্ট ওয়েস্ট মিডিয়া অফিসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, গণমাধ্যম শুধু বিভিন্ন ধরনের সংবাদ আর মতামতই প্রচার করে না বরং জনমত তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যা সরকার ও সরকারী কর্মকর্তাদের সুশাসনে সহায়তা করে, অনেক ক্ষেত্রে বাধ্য করে।

কতিপয় দুর্নীতিপরায়ণ, ক্ষমতালোভী সংবাদ কর্মী ও কর্মকর্তার ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান গণতান্ত্রিক দেশের চতুর্থ গুরুত্বপূর্ণ এ স্তম্ভকে বিতর্কিত করেছে, জনগণকে ক্ষুব্ধ করেছে, একথা সত্য। কিন্তু গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র বিশ্বাসী কোন মানুষই সমর্থন করতে পারে না। ইস্ট ওয়েস্ট মিডিয়া অফিসে হামলাকারী দুর্বৃত্তরা আর যাই হোক গণতন্ত্রে বিশ্বাসী নয়।

Kazi Abul Khair Muslim League General Secretary

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন পথচলা শুরু হয়েছে তাকে বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এ হামলা রহস্যজনক, সরকারকে অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি। পতিত স্বৈরাচার সরকারের লেজুড়বৃত্তি করা বিতর্কিত সংবাদকর্মীদের সনাক্ত-পূর্বক অবিলম্বে অব্যাহতি দিয়ে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো দায়মুক্ত হয়ে জনগণের ক্ষোভ প্রশমনে ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতার মহান আদর্শকে ধারণ করে মুক্ত ও স্বাধীন মতামত প্রচার ও প্রকাশনার মাধ্যমে অচিরেই দেশের সব ধরনের সংবাদ মাধ্যম পেশাদারী ভূমিকা নিয়ে গণতন্ত্রের পদযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃদ্বয়। - প্রেস বিজ্ঞপ্তি