News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

পীরগঞ্জে বীর শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা জ্ঞাপন

রাজনীতি 2024-08-20, 3:01pm

img-20240819-wa0044-723d9628708f6908d1487eb82a3f6d8b1724144803.jpg

Leaders of Ganatantra Manch paid respects to Shaheed Abu Sayeed at his grave in Peerganj, Rangpur on Monday 19 August 2024.



অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রদানের আহবান। গণঅভ্যুত্থানে আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার দাবি।

সোমবার বিকালে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার বীরোচিত আত্মদানের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

গণতন্ত্র মঞ্চের  কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এবং মঞ্চের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের নেতৃবৃন্দ শহীদের প্রতি সম্মান জানান।

নেতৃবৃন্দ আবু সাঈদের মা সহ পরিবারের সদস্যদের প্রতি কিছু সময় কাটান ও তাদেরকে সমবেদনা জানান।

নেতৃবৃন্দ উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আবু সাঈদ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণঅভ্যুত্থানের সাহসী আত্মদানের প্রতীক  হিসাবে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে, আওয়ামী স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন।তারা শহীদদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদানের আহবান জানান। তারা শহীদ ও আহত পরিবারসমূহের প্রয়োজনীয় পুনর্বাসনেরও আহবান জানান। 

নেতৃবৃন্দ অগ্রাধিকার ভিত্তিতে  সংগ্রামে আহত সবার উপযুক্ত চিকিৎসারও দাবি জানান। - প্রেস বিজ্ঞপ্তি