News update
  • Explosion Tears Through Keraniganj Madrasa Classroom     |     
  • EC to Decide on Tarique, Zaima’s Voter List Entry     |     
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-21, 8:03pm

rretrtwet-bca57782fcc68b609ea40f5923882c221724248998.jpg




দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

পাঁচ দিনের কর্মসূচি

৩১ আগস্ট- জেলা উপজেলায় আলোচনা সভা।

১ সেপ্টেম্বর- জিয়ার মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২ সেপ্টেম্বর- মহানগর ও জেলায় র‍্যালি।

৩ সেপ্টেম্বর- মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ।

৪ সেপ্টেম্বর- জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে। বরাবরই দলটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিভিন্ন আন্দোলনে প্রায় দুই হাজার লোককে হত্যা করা হয়েছে। মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে।

কোটা সংস্কার নিয়ে চলা আন্দোলনে দলের ১৯৮ জন প্রাণ দিয়েছেন বলেও দাবি করে বিএনপির মহাসচিব।

গণ-আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন আমাদের এই অর্জন রক্ষা করতে হবে। তা না হলে, নব্য ফ্যাসিবাদ এসে যাবে। আরটিভি