News update
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     

বৈধ লাইসেন্সধারীদেরকে প্যাডেল রিকশা চালাতে দিন: সাইফুল হক

রাজনীতি 2024-09-09, 6:00pm

img-20240909-wa0031-58603265cce9633d82613b26a81a59d51725883238.jpg

Zainul His, general secretary, Biplab Workers party exchanging views with rickshaw owners and rickshaws pullers at his party office on Monday 9 Sept 2024.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বৈধ লাইসেন্সধারী সকল  রিকশা শ্রমিকদেরকে  পায়ে চালিত রিকশা ( প্যাডেল রিকশা) চালানোর  ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং রিকশা চালাতে না পেরে হাজার হাজার রিকশা শ্রমিক অর্ধাহার  অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

একইসাথে তিনি সিদ্ধান্ত থাকার পরেও যারা এখনও রিকশা চালানোর লাইসেন্স পাননি তাদেরই দ্রুত  লাইসেন্স প্রদানেরও দাবি জানান।তিনি রিকশা মালিক ও শ্রমিক সংগঠনসমূহের ৭ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যেও দাবি জানান।

তিনি পরিবেশবান্ধব রিকশা ও শ্রমিকদের রক্ষায় অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান। 

তিনি রিকশা শ্রমিকদের জন্য রেশন, বাসস্থান এবং শ্রমিক পরিবারসমুহের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও দাবি জানান। 

তিনি বলেন,  শ্রমজীবি - মেহনতি মানুষের বাঁচার ন্যায্য দাবির আন্দোলন কোন ষড়যন্ত্র নয়।আর কোন সচেতন শ্রমিক নিজেদের জীবিকার কারখানার কোন ক্ষতি করতে পারেনা।পতিত স্বৈরশাসকদের মত তাদের উপর বলপ্রয়োগের কোন হুমকি মানুষ গ্রহণ করবেনা।ছাত্র জনতার গণঅভ্যুত্থান সবচেয়ে বেশী যে শ্রমজীবী - মেহনতি মানুষ জীবন দিয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে। 

দুপুরে  রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে মমিন আলী, প্রদীপ কুমার ভৌমিক,।আবদুল লতিফ, চিত্তরঞ্জন সাহা,জামাল সিকদার,সিদ্দিক মিয়া,আলী হোসেন, বিল্লাল শেখ,আব্দুস সবুর, মনির হোসেন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ ইয়াসিন, মশিউর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি  মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।