News update
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-09-12, 5:45am

b6d7e15ebbbb7d01a697577f4cb7ea0f58cac78bbb30a343-7fc91b08abf160a79dd6886ed15c7e701726098345.jpg




স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে। সংগঠটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ এ তথ্য জানিয়েছেন।

জাহিদ জানিয়েছেন, রাত ১টা নাগাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে বেগম জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। রাত পৌনে ২টার দিকে তাকে বহন করা গাড়ি হাসপাতালে পৌঁছে।

জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে যান।

বেগম জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন।

গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। এরপর ২১ আগস্ট হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন তিনি। সময় সংবাদ।