News update
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     

পার্বত্য জেলাসমূহে সংকট উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খুঁজুন - সাইফুল হক

রাজনীতি 2024-09-21, 9:32pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411726932773.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



জরুরী ভিত্তিতে পার্বত্য জেলাসমূহে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন; অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ি ও রাংগামাটিতে সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন প্রানহানি, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় যারা যুক্ত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, গত দুই দিনের ঘটনায় পাহাড়ি জনগোষ্ঠীসহ তিন জেলার  সাধারণ মানুষের জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানও আক্রান্ত হয়েছে।ভয় ও আতংকে জনজীবন অচল পড়েছে।বিশেষ স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক উসকানি সৃষ্টিরও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তিনি বলেন, পাহাড়ে সহিংসতা চলতে দিলে তা দেশের নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে।

বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য তিন জেলার সংকটের কোন সামরিক সমাধান নেই; রাজনৈতিকভাবেই সংকটের সমাধান করতে হবে। আগেকার সরকারগুলোর জোর জবরদস্তি করে দমন করে শাসন করার নীতি কৌশল এখন পরিবর্তন করতে হবে। তিনি বলেন, পার্বত্য তিন জেলার পাহাড়ি জনগোষ্ঠী ও বাংগালীদের মধ্যকার  অবিশ্বাস, অনাস্থা, অস্থিরতা ও বিরোধের রাজনৈতিক সমাধান বের করতে হবে।তিনি বলেন, ১৯৯৭ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি পাহাড়ে শান্তি আনতে পারেনি। গোটা শান্তিচুক্তির  পর্যালোচনাও জরুরী হয়ে পড়েছে।

তিনি অনতিবিলম্বে পার্বত্য জেলাসমূহে সামরিক  - বেসামরিক সকল ধরনের সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসনেরও দাবি জানান। - প্রেস বিজ্ঞপ্তি